আসসালামু আলাইকুম,
অনলাইনে আয় ও বিভিন্ন সফটওয়ার বিষয়ক টিপসের জন্য ভিজিট করুন।
সবাইকে
জানাই আন্তরিক ভালবাসা এবং শুভেচ্ছা। এই পোষ্টিটি আগে কেউ দিয়ে থাকলে মাফ
করবেন। আমার তো পোষ্টটা দেয়া হলো সখের বসে কিন্তু অনেকের কাজে লেগেও যেতে
পারে।
বেশ কিছু দিন লক্ষ্য করে দেখলাম, কম্পিউটার অপারেটর পদের অনেক চাকুরীর বিজ্ঞপ্তিতে টাইপের গতি উল্লেখ থাকে। ধরুন বাংলায় ৩০ ইংরেজীতে ৪০ আবার সাট লিপিকায় তো থাকছেই। তো আপনার গতি কত?
জানি,
স্টপওয়াচ অথবা হাতে থাকা ঘড়ী দিয়েও সেটা পরীমাপ করা যায়। কিন্তু তাহলে
ডিজিটাল বলতে একটা কথা আছে না!!! তাই এই পোষ্ট । আর যদি আপনি মনোযোগ দিয়ে
টাইপ করেন এবং দেখবেন কয়েক বার ট্রেই করার পর অবশ্যই আপনার টাইপের গতি বেড়ে
যাবে।
অনলাইনে আয় ও বিভিন্ন সফটওয়ার বিষয়ক টিপসের জন্য ভিজিট করুন।
No comments:
Write মন্তব্য(গুলি)